চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী সংবাদদাতা

২৮ জানুয়ারি, ২০২১ | ২:২৬ অপরাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় গণ্ডামারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- আবদুল খালেক, আবদুল মালেক, ছৈয়দ আহম্মদ।  এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম প্রধান লিটন বৈঞ্চব বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলের দিকে রওনা দিই। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছে আমরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

গন্ডমারা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট