১৯ জুন, ২০১৯ | ১:৫০ অপরাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বালুচড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) ভোররাতে রাজা মিয়া কমিশনারের বাড়ি সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত মো. শাহেদ ওই এলাকার কবির আহমদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শাহেদ। সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/মিজান