চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমবাগানে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২১ | ১২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন আলো (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পাহাড়তলীর ইউসেফ আমবাগান কারিগরি স্কুল ভোটকেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার।

তিনি জানান, এ ঘটনায় আহত ৩০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে আলাউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীরা প্রথমে হামলা চালায়। এতে দলটির বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের অনুসারীরা আহত হন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান পূর্বকোণকে বলেন, ‘ইউসেফ আমবাগান কারিগরি স্কুল ভোটকেন্দ্রে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট