চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফে মাসিক সম্মেলন

১৯ জুন, ২০১৯ | ২:৪৫ পূর্বাহ্ণ

বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফ চট্টগ্রাম এর মাসিক আশেকে রাসুল (স:) সম্মেলন গত শুক্রবার ভাটিয়ারীর স্টেশন রোডস্থ বাবে মাগফিরাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সুফী স¤্রাট হযরত মাহবুব-এ- খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানের শিক্ষার আলোকে এলমে তাসাউফ চর্চার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে আলোকপাত করে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ দেওয়ানবাগ শরীফ বাবে মদিনা জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আশেকে রাসূল মো. মহিউদ্দিন খান ফারুকী বলেন, এলমে তাসাউফ হল আল্লাহকে প্রত্যক্ষ জানার বিজ্ঞান। যে বিজ্ঞান চর্চা ও সাধনা করলে মানুষ আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে পারে, সেই বিজ্ঞানকে এলমে তাসাউফ তথা সুফীবাদ বলা হয়। আত্মশুদ্ধির অর্থ নিজেকে সংশোধন করা, পবিত্র, কলুষমুক্ত ও পরিশুদ্ধ রাখা।
বাবে মাগফিরাতের জোন সমন্বয়ক সাংবাদিক জালাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জোন সমন্বয়ক এ আর এম ইউসুফ। সম্মেলনে উপস্থিত ছিলেন এ আর মো. শামশুল আলম, এ আর মোহাম্মদ কামাল উদ্দিন পারভেজ, এ আর মনির হোসেন টিটু, মো. আবুল হোসেন, এম মিজানুর রহমান চৌধুরী, মো. কামরুল ইসলাম ও মো. ইমতিয়াজ উদ্দিন সুজন প্রমুখ। মিলাদ পরিচালনা করেন বাবে মাগফিরাতের খতিব হযরতুল আল্লাম হাফেজ আমিনুর রহমান, মো. রফিক ও এ আর নুরুল ইসলাম। বাদ জুমা প্রধান অতিথি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট