চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঊনাইনপূরায় সংঘরাজের জন্মদিনে ব্যারিস্টার বিপ্লব বড়–য়া

অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন

১৯ জুন, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, অগগমহাসর্দ্ধমজ্যোতিকাধব্বজ, ঊনাইনপূরা লঙ্কারামের আজীবন অধ্যক্ষ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের ৯২তম জন্মদিন উপলক্ষে
আয়োজিত ধর্মীয় সমাবেশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আ.লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেছেন, আলোকিত মানুষেরা আমাদের পথপ্রদর্শক। তাঁদের জীবনচরিত অনুসরণের মাধ্যমে নতুন প্রজন্মকে আলোর পথ দেখাতে পারে। তিনি বলেন, ঐতিহ্যের পথপরিক্রমায় অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে আজ সকল সম্প্রদায়ের মানুষ তাদের স্ব স্ব ধর্মের উৎসব নিবিঘœ ভাবে পালন করতে পারছে। তিনি আরো বলেন, উন্নয়ন আর অর্থনীতিতে দেশ আজ রোল মডেলে পরিণত।
তিনি গত ১৭ জুন ঊনাইনপূরা লঙ্কারাম প্রাঙ্গণে দু’দিনব্যাপি অনুষ্ঠান মালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের চিকিৎসার ব্যয়ভার নেয়ার কথা বলেছেন এবং আমি তাঁর প্রতিনিধি হিসেবে সে কথা জানিয়ে গেলাম। উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের সভাপতিত্বে ত্রিপিটক দান ও পূজা, অষ্ট উপকরণসহ মহাসংঘদান, সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। সুহৃদ সম্মিলনীর সা.সম্পাদক সাংবাদিক প্রণব বড়–য়া অর্ণব ও ঊনাইনপূরা লঙ্কারামের আবাসিক জয়সেন ভিক্ষু সঞ্চালনায় আলোচনায় সংঘরাজ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি শাসনপ্রিয় মহাথের, জিনানন্দ মহাথের, কর্মবীর প্রজ্ঞানন্দ মহাথের, শীল রক্ষিত মহাথের, সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থেরো, জ্যোতিসার মহাথের, আর্য্যপ্রিয় মহাথের, ড. সংঘপ্রিয় মহাথের, এল অনুরুদ্ধ মহাথের, দেশপ্রিয় বড়–য়া, নিত্যময় চৌধুরী, মিলিন্দ রাজ চৌধুরী, শিক্ষক দীপ্তিময় বড়–য়া, দেবপ্রিয় বড়–য়া, তরুণ কান্তি বড়–য়া, তুষিত বড়–য়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াস রঞ্জন বড়–য়া। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়–য়া, তরুণ আ.লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়–য়া লিটন, চবি’র অধ্যাপক অরুপ বড়–য়া, আ.লীগ নেতা সবুজ বড়–য়া ও সরিৎ চৌধুরী সাজু । প্রথমদিনে গত ১৬ জুন অনুষ্ঠানসূচি সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের আয়ু সংস্কারে নব রতœ পরিত্রাণ সূত্র পাঠ, ৯২টি প্রদীপ প্রজ¦লন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট