চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চসিক নির্বাচন: আগ্নেয়াস্ত্র বহন-প্রদর্শনের ওপর ৪ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২১ | ১২:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি (সোমবার) ভোর ৬টা থেকে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সকল ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নগরীতে আগামী চারদিন আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলফেরা নিষিদ্ধ থাকবে। যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, আগামী বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নগরীর ৪১টি ওয়ার্ডে ৭৩৫টি ভোট কেন্দ্র রয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট