চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

যাত্রী-চালক সেজে ছিনতাই করে তারা

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে আকবর ও হারুন নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডবলমুরিংয়ের আবিদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, আকবর ও হারুন পেশাদার ছিনতাইকারী। তারা যাত্রী-চালক সেজে নগরীতে ছিনতাই করে। দু’জনই সিএনজিতে চড়ে ঘুরে বেড়ায়। এরপর টার্গেট দেখলে নেমে যায়।

ওসি মহসীন আরও বলেন, আজ দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারি ম্যানের ৯ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় আবু হানিফ দৌঁড়ে তার গাড়ির দরজা আটকে রাখে। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোক এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তার আকবরের বিরুদ্ধে দুটি এবং হারুণের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট