চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় চেক প্রতারণা ও চুরির মামলায় গ্রেপ্তার ৩

সাতকানিয়া সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২১ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে চেক প্রতারণা ও চুরির মামলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) রাতে ও রবিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ঢেমশা, পুরানগড় ও এওচিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- চেক প্রতারণায় উপজেলার পুরানগড় ইউনিয়নের হাসিম পাড়ার আবদুল আলিমের ছেলে এনামুল হক রোকন (৪৫), এওচিয়ার দুলাল কান্তি দাশের ছেলে সুজন কুমার দাশ (৩৬) ও চুরির মামলায় ঢেমশার উত্তর ঢেমশা মাস্টার বাড়ির সাহেব মিয়ার ছেলে মো. সেলিম প্রকাশ বড়ুয়া সেলিম (৩৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত রোকন চেক প্রতারণায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তারকৃতদের মধ্যে সেলিমকে রবিবার ও রোকন এবং সুজনকে আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

পূর্বকোণ/সুকান্ত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট