চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উখিয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

উখিয়া সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২১ | ৯:৩৮ অপরাহ্ণ

উখিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে সড়কের ওপরে গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  পাশাপাশি ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের কোটবাজার স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ।

ইউএনও নিজাম উদ্দিন আহমদ বলেন, কোটবাজার স্টেশন এলাকায় ফুটপাতের ওপর গড়ে উঠা  অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং এর কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয় ভুক্তভোগীদের।  ফুটপাত দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেয়া আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট