চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৯ জুন, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

রিফ্রেশার্স কর্মশালায় জেলা প্রশাসক

সমাজে স্থায়ী শৃঙ্খলা নিশ্চিতে গ্রাম আদালত ভূমিকা রাখছে

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে চট্টগ্রামে দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম আদালত সহকারীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীতি।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, ‘কার্যকর ও সক্রিয় গ্রাম আদালত গ্রামীণ ছোট খাটো বিরোধ-বিবাদ নিষ্পত্তির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা রাখছে। এর ফলে উচ্চ আদালতের মামলার জটও অনেকটা কমে আসবে।’
তিনি বলেন, ‘আইন অনুযায়ী বর্তমানে দেশের সকল ইউনিয়নে গ্রাম আদালত চলমান রয়েছে। ‘ইতোমধ্যে এজলাস স্থাপন করা হয়েছে, প্রয়োজনীয় ফার্ণিচার, উপকরণ ও সহায়ক সামগ্রী সরবরাহ করা হয়েছে। তারপরও দক্ষতার ঘাটতি, প্রয়োজনীয় তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমের অভাবে সকল ইউনিয়ন পরিষদে এ আদালতের কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে না।’
রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফারহানা ইয়াছমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালেহ আহম্মেদ চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম, ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী, সহযোগী সংস্থা ব্লাস্ট-এর জেলা সমন্বয়কারী মো. সাজেদুল আনোয়ার ভূঁইয়া এবং উপজেলা সমন্বয়কারী মো. জানে আলম।
সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্প কার্যক্রম দেশের ১০৮০টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। চট্টগ্রাম জেলার সীতাকু-, সন্দ্বীপ, ফটিকছড়ি, সাতকানিয়া ও লোহাগাড়া ৫টি উপজেলার ৪৬টি ইউনিয়নে প্রকল্প চলমান রয়েছে।-সূত্র বাসস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট