চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রচারণায় নির্বাচনী আচরণ বিধি না মানায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২১ | ১২:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় আচরণ বিধি না মানায় পৃথক অভিযানে প্রার্থীদের ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (২২ জানুয়ারি) নগরীর ১২ নম্বর সরাইপাড়া, ২৩ নম্বর পাঠানটুলি ও ২৪ নম্বর উত্তর আগ্রাবাদসহ বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

 

জানা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নির্বাচনী এলাকায় পোস্টারিং, রাত ৮ টার পরেও প্রচারণা সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখায় এক প্রার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন ব্যতীত মাইক্রোফোন ব্যবহার, যানবাহনে পোস্টার লাগানো ও নির্দিষ্ট আকারের অতিরিক্ত সাইজের পোস্টার লাগানোয় তিনজনকে বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, শিশুদের নিয়ে মিছিল করায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট