২২ জানুয়ারি, ২০২১ | ১২:২২ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মো. আজাদ ও হ্যাপি আকতার নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তিতে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া সৈনিক পাড়া নামক স্থানে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতাউল হক চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ উক্ত এলাকায় অভিযান চালায়। এতে ওই পাড়ার জনৈক আয়াত আলীর ছেলে মো. আজাদ (৫৫) ও আলমগীরের স্ত্রী হ্যাপি আকতার (২২) কে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি মতে তাদের বসত ঘর হতে ৫০ বোতল ফেন্সিডিল, প্যাকেট করা ২৫টি ইয়াবা টেবলেট ও ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত এলাকার জনৈক মৃত সুন্দর আলীর ছেলে মাদক মামলার আসামি আলমগীর হোসেন (২৫) পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতাউল হক চৌধুরী বাদি হয়ে ৩ জনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পূর্বকোণ/পি-আরপি
The Post Viewed By: 125 People