চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে অবৈধ বালু মহাল ধ্বংস

রাউজান সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২১ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বালু মহাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার গহিরা ইউনিয়নের পশ্চিম দলইনগর এলাকায় এই অভিযান পরিচালিত করেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা ‍উপস্থিত ছিলেন।

কবির সোহাগ জানান, সর্তা খালে অবৈধভাবে গড়ে উঠা বালু মহালে অভিযান চালিয়ে খাল থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বালুখেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় অবৈধ বালুর মহলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট