চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রেলের ৫১ শতক জায়গা উদ্ধার হাটহাজারীতে

হাটহাজারী সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রেলওয়ের ৫১ শতক জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নাজিরহাট রেললাইন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ উল্লাহ।

 

জানা গেছে, উপজেলার নাজিরহাট রেললাইন সংলগ্ন রেলওয়ের মালিকানাধীন জায়গা সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে ১৭টি সেমিপাকা ঘর ও দুটি দোকান নির্মাণ করে ভাড়া দেয়। প্রতিটি ঘর ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করে প্রতিমাসে ভাড়া নেয়। একই দাগের ২৬ শতক জমিতে দোতলা পাকা ভবন নির্মাণ করে সেখানে মুরগীর খাবার করা হয়েছে। এছাড়া ৩.৮৩ শতক জমিতে নির্মাণ করা হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট। এসব জায়গা সে শুধু দখলই করেননি একপাশে সুউচ্চ সীমানা প্রাচীর নির্মাণ করে দিয়েছেন বিশাল গেইট। এ সব অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

ইউএনও রুহুল আমিন বলেন, ‘নাজিরহাট এলাকায় রেলওয়ের অবৈধ দখলে থাকা ৫১ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যদিও দখলদার সিরাজুল ইসলাম লিজ নিয়েছে বলে দাবি করেন, কিন্তু লিজের কাগজ পর্যালোচনায় দেখা গেছে তিনি ১৪২৬ বাংলা সন পর্যন্ত কৃষি কাজের জন্য লিজ নিয়েছেন।’

পূর্বকোণ/পিআর-মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট