চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নগরীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২১ | ১২:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কাজির দেউড়িতে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

নগর বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। তবে এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন। রাত দশটার দিকের এ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর তাৎক্ষণিক পরস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন পূর্বকোণকে বলেন, ‘রাত দশটার দিকে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে ছাত্রলীগের একটি নির্বাচনী মিছিল অতিক্রম করার সময় বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ছুঁড়ে মারা হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত ছাত্রলীগ কর্মীরাও ইট-পাটকেল ছুঁড়ে মারে। একপর্যায়ে বিএনপি কর্মীরা নৌকার নির্বাচনে ক্যাম্পে হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’

একই মন্তব্য করেন ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন। তিনি পূর্বকোণকে বলেন, ‘নৌকার নির্বাচনী প্রচারণা নিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলা করা হয় বিএনপি কার্যালয় থেকে। ভাঙা হয় নৌকার নির্বাচনী ক্যাম্প।’

তবে বিএনপির দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান পূর্বকোণকে বলেন, ‘ রাত দশটার দিকে হঠাৎ আমাদের নগর কার্যালয় লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। আতঙ্কিত হয়ে আমরা কার্যালয়ের ভেতরে অবস্থান করি। এ সময় বিএনপির মেয়র প্রার্থীও কার্যালয়ের ভেতরে আটকা পড়েন। বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করায় কার্যালয় থেকে কেউ বের হওয়ার সুযোগ না পাওয়ায় আমাদের ব্যবহৃত গাড়িগুলোও ভাঙচুর করা হয়।’

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট