চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ধরা টেকনাফে, ১৯ রামদা উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ পাঁচ ‘রোহিঙ্গা সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (২০ জানুয়ারি) ভোররাতে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯টি রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু তাহেরের ছেলে মো. ইসমাইল (২২), মৃত বদির আহম্মদের ছেলে মো. খায়রুল ইসমাইল (৩৩), সাব্বির আহম্মদের ছেলে মো. ছালাম (২২), সৈয়দ হোসেনের ছেলে মো. হারুন (৩১) ও মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মো. জামাল আহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১৬’র সিও মো. তারিকুল ইসলাম জানান, ৮ থেকে ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে ক্যাম্পে আক্রমণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। এ সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট