চট্টগ্রাম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৮ জুন, ২০১৯ | ৭:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় যুবকের লাশ উদ্ধার

আনোয়ারার খান বাড়িতে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টায় আনোয়ারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। রফিক (২৫) পেশায় একজন সিএনজিচালিত ট্যাক্সিচালক। সে বৈরাগস্থ খান বাড়ির নুর মোহাম্মদের পুত্র।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, রফিক গত পরশু রবিবার রাতে ইয়াবা সেবন করে ঘুমায়। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, সে ঘরে দরজা বন্ধ করে একা ঘুমিয়েছিল। মঙ্গলবার দুপুরে জানালা দিয়ে তার মা তার লাশ দেখলে খবর ছড়িয়ে পড়ে।

ওসি দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছি ও মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠাই।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট