২০ জানুয়ারি, ২০২১ | ২:১৮ অপরাহ্ণ
চবি সংবাদদাতা
ক্লাসে ৬০% উপস্থিতি না থাকায় ১১ শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি না দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থীরা।
বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা। তবে দুপুর ১টার দিকে প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কয়েক দফা আন্দোলনের পর গত ১০ জানুয়ারি ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি বাংলা পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ২৪ মাস ২০ দিন পর প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এ পরীক্ষাতেও ১১ জন শিক্ষার্থীর উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখেছি অনেকে বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ইনস্টিটিউটের পরিচালকের কাছে তাদের পরীক্ষার বিষয়ে কথা বলেছি। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আগামীতে অনুপস্থিত না থাকার বিষয়ে একটি মুচলেকা নিয়েছি আমরা। তবে পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান প্রক্টর।’
পূর্বকোণ/পিআর/এএইচ
The Post Viewed By: 381 People