চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পাহাড়তলীতে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২১ | ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পাহাড়তলী থানাধীন আমবাগান এলাকার ছিন্নমূল বস্তিতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় চার নারী ও দুই শিশু আহত এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে দাবি বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের। তবে তা অস্বীকার করে এসব তাদের নিজেদের সাজানো নাটক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী।

এ সম্পর্কে জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমান বলেন, ‘ওয়াসিম উদ্দিন চৌধুরীর নির্দেশে আমবাগান এলাকার ছিন্নমূল বস্তিতে আমার নির্বাচনী ক্যাম্পে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। চিহ্নিত সন্ত্রাসী শামিম আজাদ প্রকাশ ব্লেড শামিম প্রকাশ্যে গুলি চালিয়েছে। হামলায় চার নারী ও দুই শিশু আহত হয়েছেন। আমরা এ ঘটনা পুলিশকে তাৎক্ষণিক জানিয়েছি। আজ বুধবার (২০ জানুয়ারি) পুলিশ ও নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করবো। ’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘টিনু জুয়েল নামের একজনকে আটকের ঘটনায় মাহামুদুর রহমানের লোকজন পুলিশকে ঘেরাও করেছে। তাদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এরপর তারা নিজেদের মারামারির ঘটনায় নাটক সাজিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট