১৯ জানুয়ারি, ২০২১ | ৯:০৯ অপরাহ্ণ
লক্ষ্মীছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থেকে ১ হাজার ৭০০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তির নাম শান্তু চাকমা(৪৫)।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলায় দিনভর যৌথ বাহিনী এ অভিযান পরিচারনা করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলার থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির।
হুমায়ূন কবির জানান, খবর পেয়ে লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১ হাজার ৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উক্ত স্থান হতে শান্তু চাকমাকে গ্রেপ্তার করা হয় এবং আরও দুজন পলাতক রয়েছে বলে তিনি জানান।
এদিকে অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করে।
আটককৃত ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে থানায় পাঠানো হয়। এছাড়া বুধবার (২০ জানুয়ারি) সকালে গাঁজা উদ্ধারে আলামতের নমুনাসহ আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/মোবারক-এএ
The Post Viewed By: 212 People