১৯ জানুয়ারি, ২০২১ | ৩:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফয়সাল (২২) নামের এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার শান্তির হাটে এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ দীপক কুমার দাশ বলেন, ‘কক্সবাজারগামী মালবাহী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় কক্সবাজারগামী ট্রাকের চালক গাড়িতে আটকা পড়ে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটা স্পেশাল টিম রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্যাসকাটার দিয়ে ট্রাকটির সামনের অংশ কেটে চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠান।’
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার রাত ২টায় দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপাশে যানজট সৃষ্টি হয়। আমরা গিয়ে ট্রাক দুটি সরিয়ে দেওয়ার পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।’
পূর্বকোণ/পিআর/এএইচ
The Post Viewed By: 302 Peopleশনিবার, ০৬ মার্চ, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।