১৯ জানুয়ারি, ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হওয়ার কারণে ভোট ডাকাতির পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ আছে। সন্ত্রাসীদের মোকাবেলার জন্য তারা উন্মুখ হয়ে আছে।’
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় মাদারবাড়িতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, গণসংযোগ গণসমাবেশে পরিণত হয়েছে। যেখানে যাচ্ছি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছি। ধানের শীষের প্রতি যে মানুষের আবেগ তা ধরে রাখতে না পেরে, আমাদের গণসংযোগে যোগ দিচ্ছেন।
সিটি করপোরেশন নির্বাচনের আগে নগরীর ৫ থানার ওসি রদবদলের বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা এবারের নির্বাচনে ফিরিয়ে আনার মোক্ষম হাতিয়ার। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালন করে এর প্রমাণ দেবেন।
পূর্বকোণ/পিআর/এএইচ
The Post Viewed By: 419 People