চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাংবাদিক পরিচয়ে ফোন ও অর্থ দাবি

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২১ | ১২:৩৮ অপরাহ্ণ

‘হ্যালো…আমি সাংবাদিক ‘নাজিম’ বলছি। আপনাকে নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে। এর জন্য কিছু খরচ দিতে হবে। বিকাশ নম্বরটিতে দ্রুত খরচ পাঠিয়ে দিন।’

এমন মিষ্টি প্রস্তাবে চসিক নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কেউ কেউ টাকাও পাঠিয়ে দেন। পরের দিন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। বাস্তবতা হচ্ছে, সাংবাদিক পরিচয় দিয়ে মুঠোফোনে খরচের নামে যারা অর্থ দাবি করছেন, তাদের কেউই সাংবাদিক নয়। মূলত আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে ওঠেছেন এক শ্রেণির প্রতারক চক্র।

আলোচ্য প্রতারক চক্র গেল এক সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের কাছে মুঠোফোনে এভাবেই সংবাদ প্রকাশের নামে হাতিয়ে নিচ্ছে অর্থ। কেউ কেউ ফোন পাওয়ার সাথে সাথে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন অর্থও। গতকাল সোমবারও দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয় দিয়ে একাধিক কাউন্সিলর প্রার্থীকে ফোন দেয় ০১৭৯৯-২৪৬১০২ ও ০১৮৬৯-৫৯৮৪১৪ নম্বর থেকে। যা ভুক্তভোগী কাউন্সিলরা পূর্বকোণকে নিশ্চিত করেন।

এ বিষয়ে দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার নওশের আলী খান বলেন, ‘পূর্বকোণের পরিচয় দিয়ে যে দু’টো নম্বর থেকে ফোন দেয়া হয়, তা সংশ্লিষ্ট রিপোর্টার বা পূর্বকোণের কারোরই নয়। পূর্বকোণের পরিচয় দিয়ে অর্থ দাবি করলে অবশ্যই অফিসে জানান। তবে কেউ অর্থ আদান প্রদান করলে তার জন্য পূর্বকোণ কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।’

নির্বাচনকে ঘিরে প্রতারক চক্রের এ ধরনের অপকর্মের ডাকে সাড়া না দেয়ার জন্য প্রার্থীদের সজাগ থাকার আহবান জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকরা কোন ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করেন না। মূলত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চক্রটি সক্রিয় হয়ে ওঠেছে। কেউ চক্রের এমন খপ্পরে পড়লে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অবহিত করুন।’

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট