চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় আক্রান্ত হয়েও হোয়াটসএপে পরিচ্ছন্ন কর্মকাণ্ড তদারকি সুজনের

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ

চসিক প্রশাসকের নির্দেশনায় সাবেক সাংসদ মরহুম মুহাম্মদ ইসহাক মিয়ার বাড়িসংলগ্ন আগ্রাবাদ ২৪ নম্বর ওয়ার্ডস্থ নাছির খান খাল থেকে রবিবার (১৭ জানুয়ারি) সকালে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

 

সকালে পরিচ্ছন্ন কর্মকাণ্ড তদারকি করতে গিয়ে হোয়াটসএপে ভিডিওকলে চসিক প্রশাসক আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে নগরীর খাল ও বড় আকারের ড্রেনগুলো পরিষ্কারের ব্যবস্থা নিয়েছি। কিন্তু পরিষ্কার করার পরও দেখা যাচ্ছে যে কোন কোন এলাকায় আবারো ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। যদি কোন এলাকার কোন বাসা, বাড়ি কিংবা ফ্ল্যাট থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা আবর্জনা নিয়ে না যায় সেক্ষেত্রে আমাকে অথবা সিটি কর্পোরেশনে অবহিত করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। খালে নালায় ময়লা আবর্জনা ফেলার মতো দায়িত্বজ্ঞানহীন কাজ করা মোটেও উচিত নয়। যারা এই ধরনের গর্হিত কাজ করে ভবিষ্যতে তাদেরকে আইনের আওতায় আনা হবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবাইকে এ ধরনের কর্মকাণ্ড রোধে সচেষ্ট হতে হবে তাতেই পুরো নগরবাসী এর সুফল ভোগ করবে।

 

পূর্বকোণ/পি-মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট