চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডবলমুরিংয়ে বাবুল হত্যা মামলার আসামি দোলোয়ার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২১ | ১২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজগর আলী বাবুল নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি দেলোয়ার রশিদকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে র‌্যাবের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তার দেলোয়ার রশিদ ডবলমুরিংয়ের মোগলটুলী এলাকার ওসমান গণি কন্ট্রাক্টর বাড়ির মফিজুল হকের ছেলে এবং আজগর আলী বাবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নগরীর কাপাসগোলা এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দোলোয়ার আজগর আলী বাবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আজগর আলী বাবুল হত্যার ঘটনার সঙ্গে জড়ির থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী ও সদ্যসাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আজগর আলী বাবুল (৫৫)।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট