চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ৬ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার মেডিকেল ছাত্রীর মোবাইল

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২১ | ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালী থেকে চোরাই মোবাইলসহ মো. শুক্কুর নামে এক আসামিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় তার কাছ থেকে মেডিকেলে শিক্ষার্থীর একটি মোবাইল উদ্ধার করা হয়।

 

শনিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে কোতোয়ালী থানার নতুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, গত ১৬ জানুয়ারি এক মেডিকেল শিক্ষার্থী ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনযোগে রাত পৌনে ১১টায় চট্টগ্রামে আসেন। এসময় তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় শুক্কুর। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন পূর্বকোণকে বলেন, ‘গতকাল ১৬ জানুয়ারি রাতে চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা এক যু্ককের   কথাবার্তায় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কোমরে একটি মোবাইল পাওয়া যায়। মোবাইলের ব্যাপারে কোন সে কোন জবাব দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইলের একটি নম্বরে ফোন করলে তিনি মোবাইলের মালিক হিসিবে পরিচয় দেন এবং পরে থানায় আসার পর তার হাতে মোবাইল হস্তান্তর করা হয়। ’

 

জিজ্ঞাসাবাদে শুক্কুর স্বীকার করে, শনিবার স্টেশন চত্ত্বরে এক ছাত্রীর ব্যাগ থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় সে।  

 

‘শুক্কুরের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে। বারবার জামিনে এসে সে একই পেশায় জড়িয়ে যায় যোগ করেন ওসি মহসীন। ’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট