চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নগর সম্মেলনে বক্তারা

চসিক নির্বাচনে নৈশভোট হলে সরকারকে চরম মূল্য দিতে হবে

বিজ্ঞপ্তি

১৫ জানুয়ারি, ২০২১ | ১০:৫১ অপরাহ্ণ

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সম্মেলনে বক্তারা বলেছেন, দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। ফলে সরকারি দল ছাড়া অন্য দলগুলো তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা একথা বলেন। এতে প্রধান প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

নগর সভাপতি রিদুয়ানুল হক শামীমের সভাপত্বিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকাম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চট্টগ্রাম মহানগরের সভাপতি ও চসিক মেয়রপ্রার্থী জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, ‘জনগণ স্বাধীনতার ৫০ বছর পরও তাদের ভোটাধিকার ফিরে পায়নি। আগামী চসিক নির্বাচনে যেন নৈশভোটের পুনরাবৃত্তি না হয়। হলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে’।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আল্লামা পরিষদ চট্টগ্রাম মহানগরের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হক জিহাদি, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি ক্বারী দিদারুল মাওলা, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি তাজুল ইসলাম শাইন প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ২০২০ সেশনের চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনে নতুন কমিটি ঘোষণা করেন।

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট