চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুকুর-বানরের বন্ধুত্ব

নিজস্ব সংবাদদাতা, পানছড়ি

১৪ জানুয়ারি, ২০২১ | ২:৩৪ অপরাহ্ণ

কুকুর দেখলে বানর যেখানে দৌড়ে পালায় সেখানে তারা গড়ে তুলেছে সখ্যতা। পানছড়ির ঝর্ণাটিলায় বানর-কুকুরের সখ্যতা দেখতে নিত্য ছুটে আসে দর্শনার্থীরা। এ বন্ধুত্বের বাঁধন সবাইকে বিমোহিত করে।

জানা যায়, পানছড়ি-মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ঝর্ণাটিলায় নানান জাতের ফলদ ও বনজ বাগান গড়েছে রেজাউল করিম ও আবদুল খালেক। তাদের বাগানের পরিচর্যা করে মো. হারুণ-অর-রশিদ। একটি কালো কুকুর ওই বাগানের পাহারাদার। হারুণ-অর-রশিদ জানায়, লিচু, কলা ও বিভিন্ন ফল থাকায় বাগানে প্রায়ই বানরের উপদ্রব দেখা যায়।

গত মাস সাতেক আগে বানরের একটি বাচ্চা বাগানে পড়ে থাকতে দেখে বাড়ির সবাই মিলে তাকে সুস্থ করে। এরপর থেকে বানরটি পরিবারের সদস্যের মতো। বাগানের পাহারাদার কুকুরটির সাথে গড়ে উঠে বানরের সংখ্যতা। তবে সবচেয়ে মজার বিষয় হলো- দুপুরে মানুষ, কুকুর, বানর, হাঁস-মুরগি মিলে একসাথে খাওয়ার দৃশ্য সবাইকে মুগ্ধ করে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট