চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিল্প পুলিশি কার্যক্রমে মালিক-শ্রমিক উভয়ই উপকৃত: সুলাইমান

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২১ | ১১:২১ অপরাহ্ণ

প্রথাগত পুলিশি ব্যবস্থার বাইরে গিয়ে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন শিল্প পুলিশ-৩ এর পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান।

 

আজ বুধবার (১৩ জানুয়ারি) বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে  তিনি এসব কথা বলেন।

 

শিল্প কারখানায় নাশকতা এড়াতে পুলিশের ভূমিকা ব্যাখ্যা করে পুলিশ সুপার বলেন, কারখানার চাকা সচল রাখতে সরকার শিল্প পুলিশ গঠন করেন। তাই শিল্প পুলিশের কাজকে সুচারুরুপে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

সভায় বক্তব্য রাখেন বিকেএমইএ’র পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী, মোহাম্মদ হাসান, আহমেদ নূর ফয়সাল, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, অতি: পুলিশ সুপার শম্পা রানী সাহা, বিকেএমইএ‘র সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন।

 

বিকেএমইএ’র পক্ষ থেকে বলা হয়, শিল্প পুলিশের কার্যক্রমের ফলে মালিক শ্রমিক উভয়ই উপকৃত হচ্ছে। শিল্প মালিকরা পাচ্ছেন উৎপাদনের নিশ্চয়তা, শিল্পের নিরাপত্তা আর শ্রমিকরা পাচ্ছেন তাদের ন্যায্য পাওনা। যার ফলে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের মোট পোশাকের ৬ শতাংশ রপ্তানি করে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। সকলের ঐক্যবদ্ধ সহাবস্থান এই খাতকে শীর্ষ স্থানে নিয়ে যাবে।

 

সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএমইএ সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার, মো. নবাব আলী সদস্যসহ আরো অনেকে।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট