চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

টেকনাফে ৬ ইটভাটার মালিককে ৩৭ লাখ টাকা জরিমানা 

কক্সবাজার সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২১ | ১০:২১ অপরাহ্ণ

টেকনাফে তৃতীয় দিনের পৃথক অভিযানে ৬টি অবৈধ ইটভাটার মালিককে মোট ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী হোয়াইক্যাং দৈংগ্যাকাটা, লাতুরীখোলা এলাকায় অভিযান চালিয়ে  পরিবেশ অধিদপ্তর মনিটরিং এন্ড এনর্ফোসমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ এ জরিমানা করেন।  

অভিযানে হোয়াইক্যাং দৈংগ্যাকাটা এলাকার মীর কাশেমের মালিকানাধীন এম.কে.বি ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে ৬ লাখ টাকা, মো. আবুল হাসেমের মালিকানাধীন এ. এইচ বি ব্রিকসকে ১০ লাখ টাকা এবং মো. ইয়াসিনের মালিকানাধীন এ.আর.বি ব্রিকস-এ অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া হোয়াইক্যাং লাতুরীখোলা এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দীনের মালিকানাধীন এস.এম.বি ব্রিকসকে ৬ লাখ টাকা, জুনায়েদ আলী চৌধুরীর মালিকানাধীন এম.আর. বি ভাটাকে ৩ লাখ টাকা, কবির আহমেদ চৌধুরীর মালিকানাধীন পি.বি.সি ভাটাকে ৬ লাখ টাকাসহ অভিযানে সর্বমোট ৩৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ বুধবার রাতে এক মেইল বার্তায় এই তথ্য জানান পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা। অভিযানে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, সহকারী পরিচালক মঈনুল হক, পরিদর্শক মাহবুবুল ইসলামসহ পুলিশ সদস্য, র‌্যাব-১৫ এর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ পরিদর্শন কাজে সার্বিক সহযোগিতা করেন।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট