১৩ জানুয়ারি, ২০২১ | ১০:০৫ অপরাহ্ণ
মহেশখালী সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া বদরখালী টু মহেশখালী সড়কের বদরখালী ফেরিঘাটস্থ চৌরাস্তায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার (১৩ জানুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজার।
এসময় ব্যবসায়ীদের সাঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন আহত হয়ছে বলে জানা যায়।
চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন। তিনি জানান, দোকানে মালামাল সরানোর জন্য ব্যবসায়ীদের সময় দেওয়া হয়েছিল এবং মাইকিং করা হয়েছিল। আজ অভিযানটি পরিচালনা করা হয়েছে। কিছু ব্যক্তি অভিযান পরিচালনা করতে গিয়ে বাধা দিয়ে হামলা করেছে।
চকরিয়া থানার ওসি সাকের মোহাম্মদ জোবাইর বলেন, অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে বাধা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে এবং অভিযান পরিচালনায় সহয়তা করে।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 184 Peopleমঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।