চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্ত্রাসীর গুলিতে নিহত আওয়ামী লীগ কর্মী বাবুলের জানাজাশেষে রেজাউল করিম চৌধুরী

`খুনি যেই হোক শাস্তি পেতে হবে’

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২১ | ৬:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনিদের শাস্তির বিধান করা হবে বলে আমি আশাবাদী।

বুধবার (১৩ জানুয়ারি) আগ্রাবাদের সরকারি কর্মাস কলেজ গেটের সামনে অনুষ্ঠিত জানাজা শেষে নিহতের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি  নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলরপ্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, নিহতের আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ জানাজায় অংশ নেন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট