চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে হাতির আক্রমণে ৩ নারী গুরুতর আহত

কাপ্তাই সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২১ | ২:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে তিনজন নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় রাইখালী ইউনিয়নের পূর্বকোদালা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হল মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০) ও হ্লামেচু মারমা (৩০)। তিনজনই পূর্ব কোদালা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, ‘সকালে তারা পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হন। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন।’

এদিকে, আহতদের খোঁজ নিতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে গেলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট