চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মোট আক্রান্তের ৭৭ শতাংশই নগরীর বাসিন্দা

করোনা: বেশি আক্রান্ত চট্টগ্রাম নগরের বাসিন্দারাই

২৪ ঘণ্টায় ৭৫ জনের ৬৯ জনই নগরীর

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২১ | ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে দিন গড়াতে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। দীর্ঘ নয় মাস পরও সংক্রমণে রাশ টানা না যাওয়ায় উদ্বিগ্ন গ্রাম থেকে শুরু করে শহরের বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ফের আরও ৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের ৬৯ জনই নগরীর বাসিন্দা।

শুধু এ দিনেই নয়, এখন পর্যন্ত এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন যারা, তাদের ৭৭ দশমিক ৭৪ শতাংশের বসবাস চট্টগ্রাম শহরে। শুধু আক্রান্তই নয়, মৃত্যুর দিক থেকেও শহরের সংখ্যা বেশি। চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃত্যু রোগীর ৭১ দশমিক ৩৫ শতাংশের বসবাস এ শহরের। স্বাস্থ্য বিভাগের ভাষ্য- জনবসতির ঘনত্ব বেশি হওয়ার কারণেই গ্রামের চেয়ে শহরের সংক্রমণ বেশি। একই সাথে স্বাস্থ্যবিধি না মানাও বড় দায়। তাই স্বাস্থ্যবিধি মানার তাগিদ চিকিৎসকদের।

তথ্য মতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩১ হাজার ৬৫৩ জন। যাদের মধ্যে ২৪ হাজার ৬০৫ জনের অবস্থান নগরীতে। বাকি ৭ হাজার ৪৮ জনের বসবাস গ্রামে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হওয়া ৩৬৩ জনের ২৫৯ জনের বসবাস ছিল শহরে। বাকি ১০৪ জন গ্রামের বাসিন্দা ছিলেন।

এমন পরিস্থিতিতে গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সর্বমোট ১ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষা হয়। যাদের ৭৫ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়।

গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত কোভিডের সর্বশেষ তথ্যে এসব জানা যায়। তাতে বলা হয়, আক্রান্ত ছাড়াও একই সময়ে নতুন করে আরও ৪১ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২৯ হাজার ৮৭৯ জনে এসে দাঁড়িয়েছে।

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট