চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে অভিযানে ৩ ভাটায় ৮ লাখ ইট ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২১ | ১০:৩৬ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দ্বিতীয় দিনের অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার ৮ লাখ ইট ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নাইক্ষ্যংছড়ির রেজুপাড়ার হায়দার আলীর মালিকানাধীন এইচকেবি ব্রিক্সের ৬ লাখ ইট, পাট্টাজিরি এলাকার আসিফ মো. সাইফুল ও শহিদুলের মালিকানাধীন এসএইচবি ব্রিক্সের দেড় লাখ ইট, সাজু বড়ুয়া ও হোসাইনের মালিকানাধীন গর্জনিয়া এইচএসবি ব্রিক্সের ৭০ হাজার ইট ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদাসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা অভিযানে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, অবৈধ এসব ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট