চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাস্টার দা সূর্য সেন বাঙালির প্রেরণার ধ্রুবতারা: নওফেল

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২১ | ৮:৪৫ অপরাহ্ণ

মাস্টার দা সূর্য সেন বাঙালির প্রেরণার ধ্রুবতারা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, সূর্যসেন গোপনে স্বাধীনতা সংগ্রামের জমি তৈরি করছিলেন।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) মাস্টার দা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে উপলক্ষে তার ভাস্কার্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনশেষে এক বার্তায় এসব কথা বলেন তিনি।

নওফেল বলেন, তৎকালীন সময়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অগ্রনায়ক ছিলেন মান্টার দা সূর্য সেন। শিক্ষক হিসেবে যেমন সুনাম তেমনি দেশের মানুষের প্রতি প্রবল ভালবাসা, চরিত্রের বলিষ্ঠতায় ক্রমে আকর্ষণ করে তরুণদের। ক্লাসের ছাত্রদের বলতেন দেশের দুরাবস্থার কথা, দেশপ্রেমের কথা, স্বাধীনতার কথা। আজও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাস্টার দা’কে স্মরণ করে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই।

নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে স্থাপিত সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, সাবেক ছাত্রনেতা পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত প্রমুখ।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট