চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উখিয়ায় ইউপি সদস্যসহ ১১ জনের কারাদণ্ড

উখিয়া সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২১ | ৬:১২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ইউপি সদস্যসহ ১১ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দেলোয়ার হোসেন এই কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে ৯ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ইউপি সদস্য মনিরুল আলম মনির পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

পলাতক মনির জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের মৃত এরশাদুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘মানুষের বাড়ি ঘর ভাঙচুর মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ৯ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া একজন পলাতক রয়েছে এবং একজনকে সমন জারি করা হয়েছে।

ঘটনার বিষয়ে খুনিয়াপালং ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, ‘২০১৯ সালে রামুর খুনিয়াপালং ইউনিয়নে একটি ঘটনাকে কেন্দ্র করে জালিয়াপালংয়ের মনির মেম্বার ও দালাল রশিদসহ আরও ১১ জনের সাজা হয়েছে এমনটি শুনেছি।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট