চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে কষ্টি পাথরসহ র‌্যাবের হাতে দুই যুবক গ্রেপ্তার

১২ জানুয়ারি, ২০২১ | ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে কষ্টি পাথরের প্লেট ও বাটিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় চররাঙামাটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার ধলঘাট ইউপির অতুল দাসের ছেলে প্রফুল্ল দাশ (৬৫) ও বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউপির শংকর দে’র ছেলে তুহিন দে (২২)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, চান্দগাঁওয়ের চররাঙামাটিয়া আটগাছ তলা এলাকার একটি ভবনের সামনে চোরাকারবারিরা পুরাকীর্তি বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ৩টার দিকে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ৩ কেজি ২৬ গ্রাম ওজনের কষ্টি পাথরেরে একটি প্লেট ও বাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট