চট্টগ্রাম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৭ জুন, ২০১৯ | ১১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সন্দ্বীপে ইয়াবাসহ দুই যুবক আটক

সন্দ্বীপে ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। আটক দুইজনের নাম মো. কামরুজ্জামান কামরুল (৩৩) ও মোঃ নিজাম (২৪)। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার পুলিশের এএসআই মো. আকবর মগধরা ৩ নং ওয়ার্ডের ভীয়াজীর নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবন অবস্থায় নিজাম ও কামরুলকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট