১১ জানুয়ারি, ২০২১ | ১১:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের কলাতলী ও পৌরসভার সমিতি পাড়া থেকে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হল- নুরুল আমিন প্রকাশ সৈয়দ করিম (২২), আমিনুল ইসলাম (২৬) ও মো. তাহের (৩০)। সোমবার (১১ জানুয়ারি) পৃথক অভিযানে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সোমেন মণ্ডল জানান, সোমবার বিকেলে সাড়ে ৪টায় কলাতলীর বিচ এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিন প্রকাশ সৈয়দ করিম ও আমিনুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
সোমেন মণ্ডল আরও জানান, একইদিন অপর এক অভিযানে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় অভিযান চালিয়ে তাহের নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 277 People