চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে সার্কেল পুলিশ কোয়ার্টারে আগুন

কাপ্তাই সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২১ | ১১:০৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সার্কেল পুলিশের কোয়াটারে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে গেছে। সোমবার (১১ জানুয়ারি) রাত ৮টায় বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কোয়ার্টারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের প্রকোপ বাড়তে থাকে।

পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ফায়ার সার্ভিস ইউনিট যৌথভাবে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ কাউসার ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল আনসারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল আনসারি বলেন, আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পুলিশের দুটি কোয়াটার পুড়েছে।

কাপ্তাই সার্কেলের এএসপি জুনায়েদ কাউসার বলেন, আমার পরিবার বর্তমানে সার্কেল কোয়ার্টারে রয়েছে। তবে মানুষের কোন ক্ষতি হয়নি। কোয়াটারে গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরিত হয়ে আগুন বৃদ্ধি পায়। আগুনে দুটি ঘর ভস্মীভূত হয়েছে।

 

পূর্বকোণ/মামুন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট