চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় আক্রান্ত চসিকের প্রধান দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২১ | ১২:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের পর এবার আক্রান্ত হয়েছেন চসিকের দুই প্রধান কর্মকর্তা। নতুন করে করোনা আক্রান্ত দুইজন হলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক ও প্রধান আইন কর্মকর্তা জসিম উদ্দীন। তাদের করোনা শনাক্তের খবরে চসিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে করোনার নমুনা দেওয়ার আগে ও করোনা পজিটিভ হওয়ার পরে প্রশাসক খোরশেদ আলম সুজন অফিস করার কারণে করোনা পুরো চসিক অফিসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে প্রধান দুই কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। নতুন করে পরীক্ষার জন্য নমুনা দিয়ে বাসায় বিশ্রাম নিচ্ছেন চসিকের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ। আজ সোমবার নমুনা দেওয়ার কথা রয়েছে প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমেরও।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন সস্ত্রীক করোনা আক্রান্ত হন। তিনি গত ৫ জানুয়ারি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা দেওয়ার পরের দিন বুধবারও তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অফিস করেন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট