চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২১ | ১:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন বিদ্রোহী নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলন ডেকে পাল্টা কমিটি গঠন, সিনিয়র নেতাদের সম্পর্কে কুৎসা রটানো ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

রবিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলী আব্বাস, সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও সদস্য লিয়াকত আলী।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান পূর্বকোণকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজনকে সতর্ক করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বিভিন্ন ইউনিটের নয়টি কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এসব ইউনিটের কমিটি গঠন নিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে একপেশে কমিটি গঠনের অভিযোগ তুলে ৫ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ আলী আব্বাসের নেতৃত্বে দলের একাংশ বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পাল্টা কমিটি ঘোষণা করে।

পূর্বেকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট