চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাকলিয়ায় মাদকের বিরুদ্ধে পোস্টারিং: কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারি, ২০২১ | ১১:০০ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ায় মাদকের বিরুদ্ধে পোস্টারিং করায় আশিকুর রহমান রোহিত(২০) নামের এক কলেজ ছাত্রের ওপর হামলা চালিয়েছে  মো. মহিউদ্দিনের  (৩৫) নেতৃত্বে কয়েকজন যুবক। শুক্রবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বাকলিয়ার দেওয়ান বাজারের কেডিএস গলিতে এ ঘটানা ঘটে।  এ ঘটনায় আহত রোহিতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন পূর্বকোণকে বলেন, এম্ইএস কলেজের একদশ শ্রেণীর ছাত্র রোহিতের ওপর হামলার ঘটনায় তার বড় ভাই জাহিদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হল সাহাবু প্রকাশ কালা সাহাবু (২৬), মো.বাবু (২১) ও মো .মহিউদ্দিন (৩৫)। তদন্ত চলমান রয়েছে ।

রোহিতের বড় ভাই জাহিদুর রহমান জানান, গত ৫ জানুযারি স্থানীয়  ক্রীড়া সংগঠন মা মনি ক্লাবের পক্ষ থেকে এলাকায় মাদক বিরোধী পোস্টারিং করে রোহিত। পরে এসব পোস্টার আসামিরা ছিঁড়ে ফেলতে গেলে রোহিত বাধা দেয়। সেদিন তাকে দেখে নেওয়ার হুমকি দেয় আসামিরা। গতকাল শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালায় রোহিতের ওপর । এসময় রোহিতের পেটে ও পিটে মারাত্মকভাবে ছুরির আঘাত লাগলে তাকে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়। সে বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার এই অবস্থা হল।

পূর্বকোণ / পি- আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট