চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে ১০ বসতঘর উচ্ছেদ, ৩ একর খাস জমি উদ্ধার

রাউজান সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২১ | ৯:৩০ অপরাহ্ণ

রাউজানে সরকারি খাস জায়গা থেকে ১০টি ঘর উচ্ছেদ করে ৩ একর খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিনগর মৌজায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এছাড়া উপজেলার আনসার, উপজেলা ও ভূমি অফিসের কর্মচারীরা এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।
ইউএনও জোনায়েদ কবীর সোহাগ জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে এয়াছিনগরে সরকারি খাস জমিতে সাম্প্রতিককালে গড়ে তোলা অবৈধ স্থাপনা (অবৈধ ঘর) উচ্ছেদ করে ৩ একর খাস জায়গা উদ্ধার করা হয়। যেখানে প্রধানমন্ত্রীর পক্ষ হতে গৃহহীনদের ঘর করে দেয়া হবে।
পূর্বকোণ / আরআর-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট