চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অটোরিক্সার ভেতর ৩ কোটি টাকার ইয়াবা, রামুতে যুবক গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২১ | ২:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে এক লাখ ইয়াবাসহ হাফেজ আহমদ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় রামুর ঈদগড়-বাইশারি সড়কের রেণুরছড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হাফেজ আহমদ রুমা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে।

কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়-বাইশারি সড়কে অস্থায়ী চৌকি বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় পুলিশ অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে চালক অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে ওই অটোরিক্সার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার এসব ইয়াবা মূল্য আনুমানিক তিন কোটি টাকা।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মামুন উল ইসলাম।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট