চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জেলের ঝুড়িতে ২ কোটি টাকার ইয়াবা

কক্সবাজার সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২১ | ১২:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সাবরাং ডেইলপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জেলে হলেন টেকনাফের হোয়াইক্যং কাঞ্চনপাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), পৌরসভার খাংকার ডেইল এলাকার মো. শাব্বির আহমেদের ছেলে জামাল হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি ইয়াবার একটি চালান পাচার হচ্ছে। তাৎক্ষণিক পুলিশের একটি টিম সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে। পরে তাদের মাছ রাখার ঝুড়িতে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। উদ্ধার হওয়ার এসব ইয়াবার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট