চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই বছরেও মেলেনি ‘সেই বাক্সভর্তি’ লাশের পরিচয়

নাজিম মুহাম্মদ

৯ জানুয়ারি, ২০২১ | ১২:২৪ অপরাহ্ণ

মধ্যরাতে নির্জন ফাঁকা সড়ক দিয়ে লাশভর্তি বক্সটি ভ্যানে করে নিয়ে গিয়েছিলো দুই যুবক। বক্সটি ফেলা হয়েছিলো মসজিদের মাঠে। সড়কের পাশে বিভিন্ন ভবনে লাগানো ব্যক্তিগত ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে (সিসি ক্যামেরা) পাওয়া ভিডিও ফুটেজে এ চিত্র দেখা যায়। লাশ নিয়ে যাবার দৃশ্য ভিডিও ফুটেজে দেখা গেলেও শেষ পর্যন্ত পরিচয় খুঁজে পাওয়া যায়নি বাক্সবন্দি মৃতদেহটির। হদিস মেলেনি ভ্যানচালক কিংবা সাথে থাকা যুবকের।

ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা করার পর বাক্সে ভরে ভ্যানে নিয়ে লাশটি ফেলা হয়েছে। লাশ নিয়ে যাবার দৃশ্যের ভিডিও হাতে থাকলেও পুলিশ মৃতদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশটি উদ্ধার হবার পর তদন্ত করেছে বায়েজিদ থানা পুলিশ।

পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই-মেট্টো) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জাহিদ হোসাইন জানান, প্রায় দেড় বছরেরও বেশি সময় মামলাটি পিবিআই তদন্ত করেছে। তার আঙ্গুলের ছাপ, ডিএনএ নুমনা সবই নেয়া হয়েছিলো। তবে নির্বাচন কমিশনের ভোটার তালিকার তথ্য ভা-ারের সাথে ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ মেলেনি। লোকটির পরিচয় সম্পর্কে কারো কাছে তথ্য মেলেনি। গত বছরের এপ্রিল মাসে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি বিজ্ঞ আদালতে। ২০১৮ সালের ১২ নভেম্বর বেলা সাড়ে চারটায় বায়েজিদ থানার অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের শাহ আমানত মসজিদ ঈদগাহ মাঠে বক্সভর্তি লাশটি পাওয়া যায়। রাতের আঁধারে কে বা কারা নির্জন এ স্থানে ফ্লাইউডের তৈরি একটি বক্সে ভরে লাশটি ফেলে গেছে। ভ্যানে করে লাশভর্তি বক্স নিয়ে যাবার দৃশ্যের ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, ১১ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে একটি ভ্যানে বক্সটি নিয়ে যাচ্ছে। চালক ছাড়াও ভ্যানের পেছনে শার্ট প্যান্ট পরিহিত এক যুবক দেখা যায় ফুটেজে।

স্থানীয় লোকজন জানান, ভ্যানে করে বক্স নিয়ে যাওয়া ও মসজিদের মাঠে লাশ নামানোর দৃশ্যটি একধিক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে রয়েছে। পুলিশের কাছেও সেই ভিডিও রয়েছে। ছাই রংয়ের উপর হালকা হলুদ রংয়ের প্রিন্টের ফুলহাতা পাঞ্জাবি, সাদা গেঞ্জি ও সাদা পায়জামা পরা মৃত লোকটির বয়স আনুমানিক ৫০ বছর। উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, মাথায় কাঁচা পাকা চুল ও মুখে কাঁচা পাকা দাড়ি আছে। গায়ের রং শ্যামলা।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট