চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনার টিকা সংরক্ষণ ও প্রদানে দিক নির্দেশনা দিতে এসেছে প্রতিনিধিদল

টিকার তৎপরতা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারি, ২০২১ | ১১:২০ পূর্বাহ্ণ

কোভিড টিকা সংরক্ষণ, প্রদানসহ বিভিন্ন বিষয়ে পরার্মশ ও দিক-নির্দেশনা দিতে চট্টগ্রামে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল। যারা নগরী ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এসব বিষয়ে আলোচনায় বসবেন।

গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ডা. মো. শামসুল হকের নেতৃত্বে চট্টগ্রামে আসা প্রতিনিধি দলে রয়েছেন ইপিআই এন্ড সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক ডা. জেসমিন আরা খানমসহ স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রতিনিধি। যারা কোভিড ভ্যাকসিন সংরক্ষণসহ কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন নির্দেশনা নিয়ে চট্টগ্রামে এসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল রাতে পূর্বকোণকে বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে পরামর্শসহ টিকাগুলো কোথায়, কীভাবে, সংরক্ষণ করা হবে এবং প্রয়োগ ও বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও নির্দেশনা নিয়েই এসেছেন তিনি। সকালে (শনিবার) এসব বিষয় নিয়ে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করবেন।’

এদিকে, আগামী দুই দিনের মধ্যে করোনার ভ্যাকসিনের বিষয়ে নতুন নির্দেশনা আসছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন পাওয়া না পাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ধুম্রজালের মধ্যে রয়েছে। তবে এসব বিষয় নিয়ে আগামী দুই দিনের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকেই সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে। শীঘ্রই আমরা ভ্যাকসিন পাওয়ার আশা করছি।’

এদিকে, গ্রাম ও উপজেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈঠকে বসবেন গঠিত কমিটি। যারা আগামী ১৩ জানুয়ারি টিকাদান কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসবেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আরও আগেই এ বৈঠকের আয়োজন হওয়ার কথা ছিল। যেহেতু কমিটির অন্য সদস্যদের সময়ের ব্যাপার ছিল, তাই সবার সাথে যোগাযোগ করেই এ তারিখ নির্ধারণ করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, কোভিড ভ্যাকসিন বিষয়ে আলোচনা ছাড়াও চট্টগ্রামে অবস্থান করা স্বাস্থ্য অধিদপ্তরের টিম পরিদর্শনে যাবেন চট্টগ্রাম মেডিকেল কলেজও। সেখানে ব্রেস্ট ক্যান্সার বিভাগ পরিদর্শন করবেন তারা। এছাড়া মাঠ পর্যায়ে চলমান হাম-রুবেলার টিকাদান (এমআর) ক্যাম্পেইনও পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যের এ টিম।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট