চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রশাসনের নীরবতায় চন্দনাইশের দোহাজারীতে ময়নার বাপের পাহাড় সাবাড়

মো. দেলোয়ার হোসেন

৮ জানুয়ারি, ২০২১ | ৪:৫৬ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী ময়নার বাপের পাহাড় দিন দুপুরে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কিন্তু অজানা কারণে প্রশাসন সম্পূর্ণ নীরব রয়েছে।

সরেজমিনে দেখা যায়, দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী ময়নার বাপের পাহাড়ের নিচ থেকে মাটি কাটার পর পাহাড়ের টিলা থেকেও কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, দিন-দুপুরে স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কেটে ডাম্পারে করে প্রতিদিন শত শত ডাম্পার করে মাটি নিয়ে গেলেও কেউ যেন দেখার নেই। এতে পাহাড়ে থাকা ফল-ফলাদির গাছ, বনজ গাছ সাবাড় করে দিচ্ছে দুর্বৃত্তের দল। কি এক অজানা কারণে দীর্ঘ ১৫ দিন ধরে পাহাড় কাটা চললেও বন বিভাগ ও প্রশাসনসহ সংশ্লিষ্টরা সম্পূর্ণভাবে নীরব রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।

এদিকে পরিবেশবিদরা জানান, পাহাড় কাটার কারণে পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। এ ব্যাপারে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্তব্যরতদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট